|
---|
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশ হাইজ্যাক হওয়া একটি লরি আটক করে। উক্ত লরি থেকে ৩০ টন লোহার পাইপ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১৪ চাকা লরিটি সিউড়ি দিক থেকে ইলামবাজারের দিকে যাচ্ছিল।
সেই মুহুর্তে স্থানীয় থানার নিরাময়ের কাছে দুবরাজপুর থানার পুলিশের টহলরত গাড়িটি দেখামাত্র লোহার পাইপ ভর্তি লরিটি ছেড়ে গা ঢাকা দেয় গাড়ির চালক ও খালাসী। পুলিশ লরিটি আটক করেছে।সেই সাথে উদ্ধার হয়েছে ৩০ টন লোহার পাইপ।
পুলিশ সূত্রে আরও জানা যায়, ঝাড়খণ্ডের জামতারা গ্যাং এই গাড়িটি হাইজ্যাক করে নিয়ে পালাচ্ছিল। কোথা থেকে লরিটি হাইজ্যাক করেছিল এবং কোথায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ।সেই সঙ্গে এই হাইজ্যাক চক্রে কে বা কারা যুক্ত রয়েছে, তাও খতিয়ে দেখছে দুবরাজপুর থানার পুলিশ।