বোলপুরে আঞ্চলিক হস্তশিল্প, তাঁতবস্ত্র ও স্ব-রোজগার মেলার উদ্বোধন করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

 

     

    খান আরশাদ, বীরভূম:

    বোলপুরে আঞ্চলিক হস্তশিল্প, তাঁতবস্ত্র ও স্ব-রোজগার মেলার উদ্বোধন করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বোলপুরের শান্তিনিকেতনে প্রান্তিক স্টেশনের সন্নিকটে বিশ্ববাংলা শিল্পী হাটে এই মেলা শুরু হল। রাজ্যের ক্ষুদ্র, ছোট, মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা প্রদীপ প্রজ্বলন করে এই মেলার শুভ সূচনা করেন।
    হস্তশিল্প ও তাঁত শিল্প এবং স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত মানুষেরা যাতে তাদের অন্য সামগ্রী ন্যায্য দামে এই মেলায় বিক্রি করতে পারেন সেই উদ্দেশ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান মহাজন প্রথার ফলে অনেক সময় বিক্রেতারা সঠিক মূল্য পান্না তারা যাতে এখানে সঠিক মূল্য পান সেই উদ্দেশ্যেই এই মেলা করা হয়েছে, আগামীতে আরও বড় করে আয়োজন করা হবে রাজ্যের অন্যান্য জায়গায়ও এই মেলার আয়োজন করা হয়েছে। শিল্পীরা তাদের শিল্পের মান বজায় রেখে আর্থিক দিক থেকে স্বনির্ভর হতে পারবেন। এই মেলা চলবে আগামী ২৯-শে ফেব্রুয়ারি পর্যন্ত।