|
---|
খান আরশাদ, বীরভূম :রাজনগরের নাকাশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান আয়োজিত হলো মঙ্গলবার। নাকাশ প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক আব্দুল মকিত খানকে আজ সংবর্ধনা প্রদান করা হল বিদ্যালয়ের পক্ষ থেকে।
আব্দুল মকিত খান ২০০৯ সালে রাজনগর ব্লকের নাকাশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদেন এবং গত ৩১ শে আগস্ট তিনি অবসর নেন । আজ বিদায়ী প্রধান শিক্ষক আব্দুল মকিত খানকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান করা হলো।
উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক নজরানা সুলতানা, রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান সরস্বতী ধীবর, উপ-প্রধান শেখ সেলিম, বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন গড়াই, শিক্ষক আনন্দ গোপাল জমাদার, ব্রজগোপাল গোপ , শিক্ষিকা মালা সাহা সহ অন্যান্যরা।