|
---|
লুতুব আলি, নতুন গতি : স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম সভার বক্তৃতা দিবস কফি হাউসে। ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার শিকাগোতে বিশ্বধর্ম সভা অনুষ্ঠিত হয়েছিল। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এই বিশ্বধর্ম সভায় ভারতে ধরে প্রতিনিধিত্ব করেছিলেন। শিকাগোর ধর্ম সভায় বিবেকানন্দের হৃদয় স্পর্শী বক্তব্য সমগ্র বিশ্বে আলোড়ন তুলেছিল। এই ঐতিহ্যপূর্ণ দিনটি কে মর্যাদার সঙ্গে স্মরণ করলো সেচ্ছাসেবী সংস্থা স্বজন। কলকাতার কফি হাউসে স্বজনের পক্ষ থেকে এই দিনটিকে পালন করা হল। স্বজনের সম্পাদক অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের স্বামী বিবেকানন্দের বই স্মারক ও উত্তরীয় দিয়ে বরণ করেন। চন্দ্রনাথ বসু বলেন, ডিজিটাল দুনিয়ায় স্বামী বিবেকানন্দের দর্শনকে আরও বেশি করে প্রচার করতে হবে। বিশিষ্ট কবি ও অধ্যাপিকা স্বচ্ছতোয়া শিলু বলেন, স্বামী বিবেকানন্দ আজ ও সমানভাবে প্রাসঙ্গিক। চন্দ্রনাথ বসু প্রতিটি দিনকে মর্যাদার সঙ্গে স্মরণ করেন। অবক্ষয়ই সমাজ ব্যবস্থায় সমাজকে সুস্থ ভাবে চালনা করার জন্য চন্দ্রনাথবাবুর এই মহতী উদ্যোগের প্রতি সাধুবাদ জানাতেই হয়। বিশিষ্ট কবি ও সাংবাদিক মধুমিতা ধুত বলেন, স্বামীজি বিশ্ব শান্তির প্রতিষ্ঠার ব্যাপারে একজন অনন্য অগ্রদূত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌলোভি মিশ্র, অনিন্দিতা পাল প্রমুখ। এই উদ্যোগের প্রতি সাধুবাদ জানান বিশিষ্ট কবি দীপ্তি মুখার্জি, ধ্রুবব্রত দত্ত, রঞ্জনা গুহ।