বীরভূমে আবারও রাজনৈতিক সংঘর্ষে বোমাবাজি

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: বীরভূমে ভোটগ্রহণ দুই দিন পেরিয়ে গেলেও জেলার বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংঘর্ষ অব্যাহত। ভোট পরবর্তী সময়ে উত্তপ্ত হয়ে উঠল বীরভূম। মঙ্গলবার জেলায় দু একটি জায়গায় রাজনৈতিক দলের হামলা পাল্টা হামলার পর বুধবারও বেশ কয়েকটি জায়গায় উত্তেজনা দেখা গেল। মঙ্গলবার বোলপুর ও মল্লারপুরের পর বুধবারও রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটলো। বীরভূমের সাঁইথিয়া থানার কানাইপুর গ্রামে দুই রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে বোমাবাজির ঘটনা ঘটলো। ফলে এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে সাঁইথিয়া থানার পুলিশ পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা সামনে এলেও তৃণমূলের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। অপরদিকে এদিন বীরভূমের নানুরের গোপডিহি গ্রামেও দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজির ঘটনা ঘটলো। বোমাবাজির ঘটনায় কয়েকজন জখম বলে জানা গেছে। ওই গ্রামের একটি জায়গা থেকে তাজা বোমাও উদ্ধার করা হয়েছে।