পূর্ব মেদিনীপুর জেলার খেজুরীতে পালিত হল আন্তর্জাতিক “মে দিবস”

শেখ আরেফুলতমলুক: আজ আন্তর্জাতিক ”মে দিবস”। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরীতে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হল খেজুরী সাহিত্য সম্মিলনীর উদ‍্যোগে।

    খেজুরী ১নং ব্লকের পূর্বচড়া নেতাজী পাঠচক্রের নবনির্মিত ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেজুরী সাহিত্য সম্মিলনীর কার্যকরী কমিটির সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ সাহিত‍্যসেবী পার্থসারথি দাশ।  বক্তব্য রাখেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক ড. প্রবালকান্তি হাজারা, প্রাক্তন শিক্ষক  স্বপন কুমার মণ্ডল, খেজুরী সাহিত্য সম্মিলনীর সভাপতি সুমন নারায়ণ বাকিরা ও সম্পাদক ড. বিষ্ণুপদ জানা। বক্তরা তাঁদের বক্তব্যে আমাদের প্রতিনিধি শেখ আরেফুল কে জানান আন্তর্জাতিক “মে দিবস” পালনের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে।

    এছাড়াও উপস্থিত ছিলেন খেজুরী সাহিত্য সম্মিলনীর সহ -সম্পাদকদ্বয় সুদর্শন সেন ও অধ‍্যাপক রামকৃষ্ণ দাস, সত‍্যজিৎ ভূঞ‍্যা, তপন বেরা, বিশ্বজিৎ পাণিগ্ৰাহী, শ‍্যামল কুমার মন্ডল, রতন পালোই প্রমুখ কার্যকরী সমিতির সদস্যগণ।

    সমগ্ৰ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন খেজুরী সাহিত্য সম্মিলনীর সম্পাদক ড. বিষ্ণুপদ জানা।