অভিনব! বাইক চালিয়ে রক্তদান প্রচারে ভারত ভ্রমণ কেরলের দুই তরুণীর

নিজস্ব সংবাদদাতা; কলকাতা: “Ride For Flood” রক্তদানের প্রচারে বাইক চালিয়ে ভারত সফর। স্বেচ্ছায় রক্তদানে আমরা অনেকটা পথ এগিয়েছি ঠিকি এখনো কিছুটা বাকি। বেশ কিছু যায়গা ঘুরে কলকাতায় এসে পৌঁছলেন কেরলের দুই তরুণী টুনা বাস্তিনসজনা আলি। রক্তদানের বিষয়ে মানুষকে সচেতন করাই তাদের মূল উদ্দেশ্য।

    এদিন সন্ধেয় তাঁদেরকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন LUCY ও অন্যান্য সংগঠন। রক্তদানের সমর্থনে এক দারুণ সন্ধের সাক্ষি থাকল অনেক মানুষজন সঙ্গে বিশিষ্ট সমাসেবীরাও। সঙ্গে দুই তরুণীর অভিজ্ঞতা। সমাজকে সুস্থ রাখতে এখনও এরকম কিছু মানুষকে খুব দরকার। প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ অত্যন্ত প্রশংসা করেন উদ্যোক্তাদের উদ্দেশ্যে। রক্তদান সম্পর্কে প্রচার ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। উপস্থিতিদের উদ্দেশ্য নির্ভয়ে নিশ্চিন্তে রক্ত দিতে তিনি অনুরোধও জানান।