|
---|
নিজস্ব সংবাদদাতা; হলদিয়া: লোকসভা ভোট আসন্ন। তাই ভোট প্রচারকে প্রাধান্য দিতে আজ পূর্ব দিনীপুর জেলার হলদিয়া উন্নয়ন ব্লকের চকদ্বীপা অঞ্চলের ৪৭নং বুথে এক মহতি বুথ সভার আয়োজন করে তৃণমূল।
উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের প্রধান মানস দাস, জেলার INTTUC-র কার্যকারী সভাপতি শিবনাথ সরকার, শ্রমীক নেতা শঙ্কর প্রসাদ জানা (পিন্টু), জেলাপরিষদ সদস্য সোমনাথ ভূঞ্যা, শ্রমীক নেতা নুর হোসেন, ব্লকের মহিলা নেত্রী শান্তি বারিক এছাড়াও স্থানীয় অঞ্চল প্রধান, কর্মাধক্ষ্য সহ বিভিন্ন নেতৃত্ব।