মুর্শিদাবাদ-নশিপুর রেল ব্রিজের উপর ছুটলো ট্রেন

রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : পূর্ব ভারত সহ মুর্শিদাবাদ জেলা বাসির জন্য একেবারে সুখবর। অবশেষে শেষ হলো মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ নসিপুর রেল ব্রিজের কাজ। শুধু মাত্র উদ্বোধনের অপেক্ষা। খুশির জোয়ার জেলাবাসীর মধ্যে। ১৭ ই ফেব্রুয়ারি শনিবার মুর্শিদাবাদের আজিমগঞ্জ নসিপুর রেল ব্রিজের উপর দিয়েই ছুটলো মালগাড়ি। বহুকাঙ্খিত নসিপুর রেল ব্রিজের উপর ট্রেন চলায় সকলেই আনন্দিত। কিন্তু নশিপুর রেল ব্রিজের নাম নিয়ে প্রশ্ন উঠছে কি নাম রাখা হবে এই ব্রিজের। এলাকাবাসীদের দাবি এই ব্রিজের জন্য এ.আর. খান দীর্ঘদিন ধরেই লড়াই চালিয়েছেন, যার প্রচেষ্টায় এই রেল ব্রিজের কাজ আজ সম্পন্ন হলো সুতরাং এ.আর. খানের নামেই রেল ব্রিজের নামকরণ করা হোক । শনিবার মুর্শিদাবাদ স্টেশন থেকে নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে একটি ভারি মালগাড়ি আজিমগঞ্জ জংশন পর্যন্ত চলে । যা দেখে সবাই খুশি ।