|
---|
নতুন গতি প্রতিবেদক: কলকাতা দূর্গাপুজোর জন্য বিখ্যাত হলেও এখানে যে শুধুমাত্র দুর্গাপুজোই যে ধুমধাম করে পালিত হয় তা নয়,সরস্বতী পুজো উপলক্ষে এলাকায় জুড়ে যেন প্রতিযোগিতার ধুম পড়ে যায়। দূর্গা পুজোর মতোই স্বরস্বতী প্রতিমা দর্শনে মণ্ডপে মণ্ডপে ভীড় জমায় বাঙালি, যদিও এই ভিড়ে মূলত দেখা মেলে ছাত্র -যুবদেরই।
বাংলার এই অন্যতম গুরুপূর্ণ সাংস্কৃতিক উৎসব উদযাপন কে কুর্নিশ জানিয়ে Hello Kolkata এবং We are The Common People আয়োজন করলো বাণী বন্দনা সন্মাননা ২০২৪। এই উদ্যোগে সামিল হল কোলকাতার প্রায় ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠান। আয়োজক দের তরফ থেকে শুভজিৎ দত্তগুপ্ত জানান এটি কোনো প্রতিযোগিতা নয়, অংশগ্রহণকারী সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কেই সন্মাননা প্রদানের মাধ্যমে তাদের প্রয়াস কে উৎসাহিত করবার প্রচেষ্টা করা হয়েছে এই উদ্যোগের মাধ্যমে।