|
---|
নতুন গতি ডেস্ক : সারা রাজ্য জুড়ে জুলাই মাসের (১৪-২০) তারিখ পর্যন্ত অরণ্য সপ্তাহ উদযাপন হবে মহা সাড়ম্বরে।সরকারি নির্দেশিকা মেনে জেলা আধিকারিকদের সহযোগিতায় অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করে চলেছেন উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জনাব এ কে এম ফারহাদ সাহেব।
শুক্রবার জেলার রাজারহাট খড়িবাড়ি হাই রোড়ের দুই পাশে গাছ লাগানোর তদারকি ও নিজেই বৃক্ষরোপণে হাত লাগান জেলার কর্মাধ্যক্ষ ফারহাদ। অন্যদিকে একইদিনে জেলার দেগঙ্গা সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের করণে সরেজমিনে পরিদর্শন করে কমিউনিটি টয়লেটের ব্যবস্থা ও যাত্রী প্রতিক্ষালয় করার প্রস্তাব রাখেন কর্তৃপক্ষের কাছে জেলা বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ সাহেব। দেগঙ্গায় ফারহাদ সাহেবের সঙ্গে আলোচনায় ছিলেন ভূমি সমষ্টি আধিকারিক শ্রী পার্থ লোধ ডিস্ট্রিক সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শ্রী অরবিন্দ ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী অরুপ বিশ্বাস, জনপ্রতিনিধি আব্দুল অদুদ মিন্টু, ঊষা দাস, রবিউল ইসলাম,প্রাক্তন প্রধান আব্দুর রউফ সহ অন্যান্যরা।