|
---|
সংবাদদাতা : সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রোগী দীপালী মালের জরুরী এবি পজেটিভ রক্তের প্রয়োজনে উনারা বহু খোঁজাখুঁজির পরেও রক্তের ব্যবস্থা করতে না পেরে অবশেষে সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের রক্ত যোদ্ধা কৌশিক দাসের সঙ্গে যোগাযোগ করেন। এরপর এ কথা ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাসের কানে আসতেই তিনি তৎক্ষণাৎ হড়হড়ি গ্রামের বাসিন্দা ও নিয়মিত রক্তদাতা রবিউল সেখকে ফোন করলে তিনি জানান যে তার বাবার পা ভেঙে যাওয়ার জন্য তিনি সাগরদিঘি হাসপাতালেই উপস্থিত আছেন বাবার চিকিৎসার জন্য। উনাকে রক্তের প্রয়োজনীয়তার কথা একবার জানাতেই কোনো কিছু না ভেবেই রক্তদানে রাজি হয়ে যান এবং বাবার চিকিৎসার ফাঁকেই ব্লাডব্যাঙ্কে গিয়ে রক্তদান করেন।