|
---|
নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি : শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত এলাকা নকশালবাড়ির ব্লকের রায়পাড়ায় একটি তক্ষক উদ্ধার হওয়ার ঘটনা নিয়ে উত্তেজনা ছড়ায়! প্রসঙ্গত এই বিষয়ে জানা গেছে,স্থানীয়রাই তক্ষকটি জালবন্দী করে। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তক্ষকটি উদ্ধার করে টুকরিয়াঝাড় বনদপ্তর। এই বিষয়ে আরো জানা গিয়েছে তক্ষকটি ঘরের মধ্যেই ঘোরাফেরা করছিল। প্রথমে তক্ষক দেখে আতঙ্ক ছড়ায়, ভিড় জমান স্থানীয় এলাকার বাসিন্দারা। এরপর স্থানীয়দের প্রচেষ্টায় তক্ষকটি উদ্ধার করা হয়। খবর পেয়ে বনদপ্তর তক্ষকটি উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে ঘোসপুকুর বনদপ্তরে আধিকারিক সোনাম ভুটিয়া এই বিষয়ে জানান খবর পেয়ে তক্ষক টি উদ্ধার করা হয়েছে।তবে কোথা থেকে এলো তা এখনো জানা সম্ভব হয়নি। চিকিৎসার করবার পর তাকে বেঙ্গল সাফারি পার্কে ছাড়া হবে বলে সূত্র মারফত জানা যায় ।গ্রামের মধ্যে কিভাবে জঙ্গল থেকে তক্ষক বেরিয়ে আসে এই ঘটনার তদন্ত করছে বনদপ্তর।