মহিলাদের জন্য আইনী সচেতনতা সভা

নিজস্ব সংবাদদাতাঃ বোলপুর জাতীয় মহিলা কমিশন ও ন্যাশানাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির যৌথ নির্দেশে, বোলপুন মহকুমা আইনী পরিসেবা কমিটি ও বীরভূম জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের ব্যাবস্থাপনায় মহিলাদের নিয়ে একটি আইনী সচেতনতা শিবির হয় কীর্নাহারে।

    এদিন উপস্থিত ছিলেন বোলপুর কোর্টের অতিরিক্ত জেলা জজ উমেশ সিং, ডিএলএসএ এর সচিব বিচারক মহম্মদ রুকনুদ্দীন, আইনজীবি ডঃ মানবেন্দ্র ভৌমিক, জয়শ্রী ভৌমিক, বীরভূম জেলা পুলিশ প্রতিনিধি নানুর সিআই কল্যান প্রসাদ মিত্র, কীর্নাহার থানার ওসি তারক দে সহ অনান্যরা।

    বর্তমান সমাজে মহিলারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন। তাদের সমস্যা সমাধানে কিভাবে তারা আইনের আশ্রয় নিতে পারেন, আইনকে ভয় না করে আইনে পথে এগিয়ে কিভাবে তারা সমস্যার সমাধান করবেন এবং গরিব, দুঃস্থ মহিলা কিভাবে কোথা থেকে বিনামূল্যে আইনী সহায়তা পাবেন সেবিষয়ে আলোচনা করা হয়।

    এদিন অনেক মহিলার সমস্যা সমাধানে জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের সচিব বিচারক মহম্মদ রুকনুদ্দীন সরাসরি পরামর্শ দেন, আবার যাদের সমস্যা সমাধান সময়সাপেক্ষ তাদের জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের দফতরে যোগাযোগ করার পরামর্শও দেন।

    জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের পার্শ্ব আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ জানান, জেলা আইনী পরিসেবা কতৃপক্ষের তরফে সারা বছর ধরেই যখন যার সমস্যা হবে তারা বিনামূল্যে আইনী সহায়তা পান, সে সব বিষয়েও আলোচনা করা হয়। যে কোন মহিলা তাদের প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন।