বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এদিন সরিষা শিশু রাম দাস কলেজের ১৪ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:-প্রতি বছরের মতো এবারও ২৬শে জুলাই সরিষা শিশু রাম দাস কলেজের গৌরবোজ্জ্বল ১৪ বছর উদযাপনের দিন অর্থাৎ কলেজের জন্মদিন বা প্রতিষ্ঠা দিবস। যথাযথ মর্যাদায় এদিন গৌরবময় অধ্যায় উদযাপনের নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।কলেজের নিজের সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে এদিনের অনুষ্ঠান অনাড়ম্বর ভাবেই পালন করল,পূর্ব ঘোষণা মতোই। এদিন মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন, উদ্বোধনী সঙ্গীত, বক্তৃতা,স্মৃতিচারণা সহ সংক্ষিপ অনুষ্ঠান আয়োজিত হয়। এই কলেজ তার আগামী’র স্বপ্ন ও অঙ্গীকারের কথা জানিয়ে দিল অধ্যক্ষ।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের সভাপতি তথা বিশিষ্ঠ সমাজ সেবী অরুময় গায়েন, শিশু রাম দাস কলেজের প্রিন্সিপাল ডাক্তার নিলেস রঞ্জন মাইতি,জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক-অধ্যাপিকা এবং সীমিত সংখ্যক কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা। এদিন বিশিষ্ঠ সমাজ সেবী অরুময় গায়েন তিনি সিপিআইএম এর আমলে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তুলে ধরেন। তিনি বলেন ২০১০ সালে এই শিশু রাম দাস কলেজ প্রতিষ্ঠা পেয়ে ছিলো,তখন কর্মচারি নিয়োগ হয়ে ছিল,তার মধ্যে সাতজন ই সিপিআইএম এর বড়ো বড়ো কেডার রা চাকরি পেয়েছে। এছাড়াও তিনি এই কলেজে বিল্ডিং সহ আরো অন্যান্য উন্নয়ন এর বিষয়ে আশ্বাস দেন।