পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : পশ্চিমবঙ্গের সর্বত্রই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিটি ব্লকে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সভা চলছে। আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলির জামতলায় ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে পথে নামল। জালাবেরিয়া অঞ্চলের প্রধান অসীম হালদারের উদ্যোগে আজ জামতলা বাজারে এই প্রতিবাদ সভায় কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত হন। দেখা গেলো কুলতলী বিধানসভার বিধায়কের প্রতিনিধি দল, যুব সভাপতি মিলন পুরকাইত, জালাবেরিয়া অঞ্চল প্রধান অসীম হালদার, কুলতলী বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান আবু বক্কর সরদার, পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা সরদার,সহ সভাপতি হাড়মনি নস্কর, শিক্ষক আতিকুর খাঁন কর্মদক্ষ রুপা খান, অঞ্চল সভাপতি বিমল মন্ডল, ইয়ামিন মিস্ত্রি, অরুন নাড়ুয়া, অর্জুন কৃষ্ণ বায়েন, রুপা খান ,বনভূমি কর্মদক্ষ গুণধর কুলতলী কুলতলী পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মদক্ষ মান্যবর হালদার আই এন টি টি ইউ সি র সভাপতি শ্যামাপদ নাইয়া, শ্যামাপদ নস্কর, সহ একাধিক নেতৃত্ব সহ অগনিত তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কেন্দ্রীয় সরকারের লাগামহীন পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সর্বত্র এমনি কর্মসূচি গ্রহণ করবে তৃণমূল কংগ্রেস। আজ যুব সভাপতি মিলন পুরকাইত সহ একাধিক ব্যক্তিবর্গের ভাষণে তা স্পষ্ট।