“রাশিয়ার পাশে দাঁড়ালে ফল ভালো হবেনা”: ভারতকে হুমকি আমেরিকার

নতুন গতি নিউজ ডেস্ক: ভারতকে সরাসরি হুমকি আমেরিকার। ডেপুটি মার্কিন নিরাপত্তা উপদেষ্টা দলীপ সিং স্পষ্ট জানান যে বিপদে পড়লে ভারতকে বাঁচাতে আসবে না রাশিয়া ও ভারত-রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক ভালোভাবে নেবেনা আমেরিকা।

    তিনি বলেন “রাশিয়া এবং চিনের সম্পর্ক শর্তহীন। চিন যদি ভারত আক্রমণ করে, তাহলে রাশিয়া বাঁচাতে আসবে না। রাশিয়া এবং চিনের সম্পর্কে বেশি জোর ফলাবে চিন।”

    তিনি আরো জানান “রাশিয়া থেকে ভারতের আমদানির পরিমাণ যদি এখন বৃদ্ধি পায়, তাহলে সেটা মোটেও ভাল ভাবে নেবে না আমেরিকা। আন্তর্জাতিক ক্ষেত্রে রাশিয়ার প্রতি যা যা নিষেধাজ্ঞা রয়েছে, সেই বিধি লঙ্ঘঘন করা একেবারেই সমর্থন করবে না আমেরিকা। কোনও দেশ যেন রাশিয়াকে আর্থিকভাবে সমর্থন না করে, সেরকম একটা পরিস্থিতি তৈরি করতে চাই আমরা। যদি কেউ রাশিয়ার পাশে দাঁড়ায়, তাহলে তার ফলাফলও ভুগতে হবে সেই দেশকে।”