৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন “ব্রাইট স্টার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি”

নতুন গতি প্রতিবেদক : প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্তির পর রবিবার ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করল ভারত। দেশের জন্য প্রাণ বলিদান দিয়েছিলেন অসংখ্য বিপ্লবী। তাঁদের প্রচেষ্টায় শেষপর্যন্ত ১৯৪৭ সালের ১৫ অগস্ট স্বাধীনতা লাভ করে ভারত। ‘ইউনিয়ন জ্যাক’-কে চিরতরে সরিয়ে দিয়ে সারা ভারতে উড়েছিল তেরঙা। মুক্ত হয় প্রায় ২০০ বছরের ঔপনিবেশিক শাসন থেকে। শহরের পাশাপাশি গ্রামেও পালিত হল স্বাধীনতা দিবস। প্রতি বছর স্বাধীনতা দিবসের সকালে সেই জাতীয় পতাকা উত্তোলনের মুহূর্তে গায়ে কাঁটা দেয় সকলের। পাড়ায় পাড়ায় পালিত হয় স্বাধীনতা দিবস।

    ব্রাইট স্টার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সারা দেশের সাথে তাল মিলিয়ে ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করল। এদিন এই ক্লাব চত্বরে প্রতিটি সদস্য সহ এলাকার বাসিন্দা ও ছোট থেকে বড় সকলেই একত্রিত হয়ে জাতীয় সংগীত এর সমন্বয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করলেন। প্রতি বছরের ন্যায় এই বছরও স্কুল পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল পঠন পাঠনের সামগ্রী একই সঙ্গে এক বর্ণাঢ্য পথ যাত্রার আয়োজন করা হয়। এর পাশাপাশি ক্লাব কর্তৃপক্ষ এ বছর করোনা পরিস্থিতির জন্য এক অভিনব উদ্যোগ গ্রহণ করেন। তারা উপস্থিত প্রত্যেকের হাতে মাস্ক তুলে দেন এবং করোনা নিয়ে সচেতন থাকার অনুরোধ জানান। সব শেষে ৬ দলের ফুটবল টুর্নামেন্ট এর মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

    পতাকা উত্তোলন করেন রাজপুর প্রশাসক বোর্ডের সদস্যজ জনাব নজরুল আলী মন্ডল মহাশয় এছড়াও উপস্থিত ছিলেন সংঘের সভাপতি তোরাপ লস্কর, সম্পাদক আজগার আলী মোল্লা, আহাদ আলী মণ্ডল, আব্দুল লতিফ মন্ডল, ইমতিয়াজ আহমেদ, আব্দুল বারী মন্ডল, সাবির মন্ডল এছাড়াও অন্যান্য সদস্যবৃন্দ ও গুণীজন বর্গ।

    তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।