|
---|
খান আরশাদ, বীরভূম: গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের চন্দ্রপুর থানার পুলিশ আজ একটি মারুতি ভ্যানে অবৈধ কয়লা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে একটি মারুতি ভ্যানে করে দুই ব্যক্তি প্রায় ১৫ কুইন্টাল অবৈধ কয়লা নিয়ে দুবরাজপুর দিক থেকে চন্দ্রপুরের দিকে আসছিল । চন্দ্রপুর থানার পুলিশ অবৈধ কয়লা সহ ওই মারুতি ভ্যানটিকে আটক করে এবং ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে। এদের মধ্যে একজনের বাড়ি দুবরাজপুর ব্লকের খয়ের বোন এবং অপর জনের বাড়ি দুবরাজপুর ব্লকের ঘাট গোপালপুর বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই দুই ব্যক্তিকে চন্দ্রপুর থানার পক্ষ থেকে আজ সিউড়ি আদালতে পেশ করা হয়।