|
---|
লকডাউন কার্যকর করতে রাজ্যে আধাসেনা পাঠাতে মরিয়া কেন্দ্রীয় সরকার
নতুন গতি ডিজিটাল ডেস্ক : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সাফ জানালেন, মুখ্যমন্ত্রী চাইলে রাজ্যে আধাসামরিক বাহিনী পাঠাবে। আমরা জানি করোনা ভাইরাস মোকাবিলায় গোটা দেশেই জারি হয়েছে লকডাউন, তবুও বেশিরভাগ এলাকায় নিষেধ অমান্য করেই রাস্তায় বেরিয়ে পড়ছেন বহু মানুষ। মানুষ সামলাতে পুলিশকে লাঠিও চালাতে হয়েছে। পাশাপাশি কান ধরে ওঠবোস ও হামাগুড়ি দেওয়ানোর মতো অভিনব শাস্তিও দিতে হয়েছে পুলিশকে। কিন্তু সেই নিয়েও চলছে বিতর্ক। তবে লকডাউন পুরোপুরি মেনে না চললে ভারত অচিরেই করোনা ভাইরাসে আক্রান্তের তৃতীয় পর্যায়ে বা থার্ড স্টেজে ঢুকে পড়তে পারে। এর জেরে দেশজুড়ে মৃত্যুমিছিল শুরু হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্যে লকডাউন নিশ্চিত করতে এবার রাজ্যে আধাসেনা মোতায়েন করার সুপারিশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে করোনা পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন। তিনিই মুখ্যমন্ত্রীকে প্রয়োজনে রাজ্যে আধাসেনা মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা বলেন। তবে পুরোটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর নির্ভর করছে। দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, একাধিক রাজ্য থেকে লকডাউন না মানার অভিযোগ জমা পড়েছে। বাংলা থেকেও একই অভিযোগ গিয়েছে কেন্দ্রের কাছে। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে, তখনই তাকে অমিত শাহ জানিয়ে দেন ১০০ শতাংশ লকডাউন সফল না হলে সব চেষ্টা ব্যর্থ হবে। এমনকি করোনার তৃতীয় ধাপে ঢুকে পড়তে পারে ভারত। ফলে গোষ্ঠী সংক্রমণ ঠেকানো না গেলে ভারতের কাছে সমূহ বিপদ। এই পরিস্থিতিতে আধাসেনা নামিয়ে লকডাউন কার্যকর করতে চাইছে মরিয়া কেন্দ্রীয় সরকার। তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে করোনা মোকাবিলায় রাজ্যের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।