বীরভূম জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের নির্দেশ প্রচারে মাসড়া গ্রাম

বীরভূম জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের নির্দেশ প্রচারে মাসড়া গ্রাম
আজিম সেখ,নতুন গতি,বীরভূম:-
বীরভূম জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের নির্দেশে মাসড়া গ্রাম পঞ্চায়েতের আইনি সহায়ক তহোমিনা সুলতানা এলাকায় টোটো প্রচার করলেন সবাইকে সরকারি নির্দেশ মেনে চলতে অযথা বাইরে মানুষ যাতে না বেরোন অযথা মানুষ যেন আতঙ্কিত না হন বা আতঙ্ক না ছড়ান সেই বিষয়ে মানুষ কে সচেতন করা হলো।


    তাছাড়া বাইরে থেকে যারা এসেছে তাদের চিকিৎসা হয়েছে কিনা সে বিষয়ে খবরাখবর নিয়ে জেলা সেক্রেটারি মহাশয় কে রিপোর্ট দেওয়া হয়েছে।
    এছাড়া মাসড়া অঞ্চলের সিভিকরা যথেষ্ট ভূমিকা পালন করছে বলে জানান।