|
---|
সেখ সামসুদ্দিনঃ দেশজুড়ে করোনা সংকটের জেরে লকডাউনে রক্ত সংকট চলছে। আর এই রক্ত সংকট মেটাতে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের সেলিমাবাদ কাজী মহল্লা পাড়ায় কয়েক জন যুবক ‘স্প্রেড ইওয়র হ্যান্ডস’ সংগঠনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই রক্ত দান শিবিরে মোট ৩০ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান শিবিরে সহায়তা করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক।উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খাঁন, জামালপুর থানার ওসি অরুণ কুমার সোম, জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেহমুদ খান উক্ত সংগঠনের যুবকদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।