মেঝিয়ারী সতীশচন্দ্র স্মৃতি উচ্চবিদ্যালয়ের মাঠে চলে সবুজের অভিযান।

রাহুল রায়,পূর্ব বর্ধমান। স্মার্টফোনের দুনিয়াতে মোবাইল রূপী অসুর যখন হাঁ করে সবুজ খায়;তখন মেঝিয়ারী সতীশচন্দ্র স্মৃতি উচ্চবিদ্যালয়ের মাঠে চলে সবুজের অভিযান।বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও পরিচালক-মন্ডলী ছাত্র-ছাত্রীদের নিয়ে কোমর বেঁধে নেমে যায় ” ফ্রন্ডস অফ গ্রীন”সংস্থার দেওয়া চারা গাছ বিদ্যালয়ের মাঠে উৎসাহ ও উদ্দীপনার সহিত রোপন করা হয়।সক্রেটিস ব্যানার্জী,অর্জুন গোস্বামী,সুমন মন্ডল,অশোক প্রধানদের শুভ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান শিক্ষক সুকান্ত কর্মকার বলেন “ঐ সংস্থার আহ্বানে সাড়া দিয়ে আমরা বিদ্যালয় মাঠে সবুজের মেলা বসাতে চেয়েছি,আগামী দিনেও আমাদের সবুজের অভিযান চলবে।” সহকারী শিক্ষক রজতাভ মল্লিক বলেন _ “পরিবেশ রক্ষা কর্মসূচিতে আমরা কখনই পিছিয়ে থাকবো না।”একই বার্তা দেন বিদ্যালয়ের সভাপতি মহাবিষ্ণু শর্মামন্ডল।