অধীর রঞ্জন চৌধুরী কে কুয়ারেনটাইনে রাখার দাবি মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের

অধীর রঞ্জন চৌধুরী কে কুয়ারেনটাইনে রাখার দাবি মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের

    আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : বিগত দুই মাস পরিযায়ী শ্রমিকদের জন্য প্রতিনিয়ত রাজ্য সরকারের বিরোধিতা করে গেছেন বহরমপুর সংসদ অধীর রঞ্জন চৌধুরী। যদিও তিনি দিল্লিতে থাকেন সেখান থেকেই বার্তা দিয়েছেন সকলকে কিছুদিন আগে তিনি দিল্লী থেকে বহরমপুর এসেছেন। বাড়ি ফেরার পর তিনি থারমার স্ক্যানার নিয়ে মানুষের কাছে সেবার কাজে লিপ্ত হন। ওনার এই কাজের বিরোধিতা করে জেলা স্বাস্থ্য অধিকারীর কাছে পৌঁছালেন তৃণমূল জেলা ছাত্র পরিষদ।

    কিছুদিন আগে অধীর রঞ্জন চৌধুরী বাড়ি ফেরেন, বাড়ি ফেরার পর সমাজের কাজে লিপ্ত হয়ে যান কিন্তু যেহেতু সরকারি ভাবে নিয়ম করা আছে যে ভিন্ন রাজ্য থেকে বাড়ি ফিরলে ১৪ দিন হোম কুয়ারেনটাইনে থাকতে হবে এই নিয়ম টা তিনি ভঙ্গ করেন তাই জেলা ছাত্র পরিষদ জেলা স্বাস্থ্য আধিকারিক কাছে অভিযোগ জানান।

    জেলা ছাত্র পরিষদের তরফে জানানো হয় যে অধীর রঞ্জন চৌধুরী লকডাউনে একটা খাবারের প্যাকেট গরিবের হাতে তুলে দেইনি, একটা টাকা দান করেনি, দিল্লিতে বসে বসে সস্তা রাজনীতি করেছে। এখন ভোটের সময় আসছে তাই ভোট চাইতে একটা থারমার স্ক্যানার নিয়ে রাস্তায় বেরিয়ে গেছে, ভোট শেষ হয়ে যাবে আবার দিল্লিতে বসে বিজেপি সরকারের সাথে যুক্ত হয়ে কাজ করবে। তাছাড়া জেলা স্বাস্থ্য আধিকারিকের তরফে জানানো হয় যে ভিন্ন রাজ্য থেকে যেই আসুক তাকে নিয়ম মেনে চলতে হবে।