|
---|
মহিউদ্দীন আহমেদ, সিউড়ী: কোভিডের নতুন স্ট্রেন শিশুদের জন্য খুব বিপজ্জনক হতে পারে। এমনই মনে করছেন চিকিৎসা বিজ্ঞানীরা। করোনার দ্বিতীয় ঢেউয়ে করোনার স্ট্রেন আরও শক্তিশালী হয়ে ফিরেছে। নাকানীচোবানি খাইয়েছে গোটা দেশকে। পাল্টেছে তার চরিত্র। নতুন স্ট্রেন ছাড়ছে না শিশুদেরও। এইরকম অবস্থায় শিশুদের স্বাস্থ্য নিয়ে বাড়তি যত্ন নেবার প্রয়োজন হয়ে পড়েছে। শিশু ও শিশুদের পরিবারদের সাবধানতা অবলম্বন করতে তাদের নির্দিষ্ট গাইডলাইনে এবং নির্দিষ্ট স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে থাকার পরামর্শ দিতে এগিয়ে এলো সিউড়ীর তরুন যুব বীরভূমের কান্ডারী প্রিয়নীল, মোসারফ, জিয়া, কৌশিকরা। যাতে আগামী দিনে শিশুদের বড়সড় বিপদ না ঘটে যায়।
প্রিয়নীল, মোসারফরা বলছের, গ্রামে-গঞ্জে আদিবাসী এলাকায় দেখা যায় বাচ্চারা ও তাদের পরিবাররা স্বাস্থ্য নিয়ে এতটা অবগত নয় বা সচেতন নয়। করোনার নতুন স্ট্রেন থেকে বাচ্চাদের রক্ষা করার লক্ষ্য নিয়ে সিউড়ীর উপহার ওয়েলফেয়ার সোসাইটি চলমান চেম্বার সিউড়ি সংলগ্ন ধল্লা গ্রামে পৌঁছে গিয়েছিল শিশুদের স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা করতে।
রামপুরহাট মেডিক্যাল কলেজের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক প্রিয়ন্ত সরখেল শিশুদের বিনামূল্যে চিকিৎসা করেন।
গ্রামে প্রতিটা শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয় তাদের ওজন শরীরের তাপমাত্রা পরিমাপ সহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
ডাক্তার প্রিয়ন্ত সরখেল বলেন চলমান চেম্বারের মাধ্যমে ক্যাম্প গুলি খুবই উপকারী, বাচ্চাদের সমস্ত রকমের পরীক্ষা-নিরীক্ষা হয়ে যাচ্ছে। প্রধানত এসময় বাচ্চাদের হাইজিন থাকা খুবই গুরুত্বপূর্ণ সেই সচেতনতা যেমন হচ্ছে তার সঙ্গে সঙ্গে বেশ কিছু বাচ্চার আয়রনের ঘাটতি রয়েছে তাদের আয়রন ট্যাবলেট খেতে বলা হচ্ছে।