|
---|
লকডাউনে শতাধিক গবাদিপশুদের পাউরুটি খাওয়ালেন সমাজসেবী ও পশুপ্রেমী কৃষ্ণ মন্ডল
নতুন গতি,মালদা,১১ জুন : লকডাউনে শতাধিক গবাদিপশুদের পাউরুটি খাওয়ালেন সমাজসেবী ও পশুপ্রেমী কৃষ্ণ মন্ডল।
বৃহস্পতিবার মালদা শহরের এয়ারপোর্ট, ঘোড়াপীর, বাগবাড়ি সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মাঠে, রাস্তায় ঘুরে বেড়ানো গবাদি পশুদের পাউরুটি খাওয়ান পশুপ্রেমী কৃষ্ণ মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন নীলাঞ্জন ব্যানার্জি সহ অন্যান্য সমাজসেবীরা।
প্রায় ৩ মাস ধরে সারাদেশের সঙ্গে মালদা জেলাতেও চলছে করোনা মোকাবিলায় লকডাউন। এই পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষের পাশাপাশি খাবারের টান পড়েছে গবাদি পশুদেরও। তাই বৃহস্পতিবার বিকেলে প্রায় হাজার পিস পাউরুটি নিয়ে গবাদি পশুদের খাওয়ালেন পশু প্রেমীরা।
এই বিষয়ে কৃষ্ণ মণ্ডল জানান, লকডাউন পরিস্থিতিতে এর আগে দুঃস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় ঘুরে গবাদি পশুদের পাউরুটি খাইয়েছেন তিনি।
বাগবাড়ি, এয়ারপোর্ট সহ বিভিন্ন এলাকায় গবাদি পশুদের পাউরুটি খাইয়েছেন।
তিনি বলেন, তার ইচ্ছে শহরের সমস্ত গবাদি পশুদের পাউরুটি খাওয়ানোর। বৃহস্পতিবার হাজার পিস পাউরুটি গবাদি পশুকে খাওয়ানো হয়।