রায়গঞ্জে কুকুরের মৃত্যু মিছিল, নমুনা সংগ্রহ প্রাণী সম্পদ বিভাগের

রায়গঞ্জে কুকুরের মৃত্যু মিছিল, নমুনা সংগ্রহ প্রাণী সম্পদ বিভাগের

    নতুন গতি,উত্তর দিনাজপুর,গত কয়েকদিন ধরে নতুন ভাইরাসের কবলে মৃত্যু ঘটছে পথ কুকুরদের। রায়গঞ্জ পুর এলাকায় ২৬নং ওয়ার্ডের সুকান্তপল্লি সহ শহরের আরো কয়েকটি এলাকায় বেশ কয়েকটি পথ কুকুরদের মৃত্যুর ঘটনা ঘটেছে। আর যে কারনে উদ্বিগ্ন সাধারণ মানুষ থেকে বিভিন্ন পশুপ্রেমী সংগঠনগুলিও। আর ঠিক কি কারনে কুকুরদের মৃত্যু হচ্ছে তা জানতে রায়গঞ্জের মিলনপাড়া, বন্দর, সুকান্তপল্লি সহ বেশ কয়েকটি এলাকায় গিয়ে অসুস্থ সারমেয়দের লালারস ও রক্তের নমুনা সংগ্রহ করলেন জেলা প্রাণী সম্পদ বিকাশ দফতরের কর্মীরা। এদিন ওই দফতরের আধিকারিক ও পশু চিকিৎসকদের পাশাপাশি হাজির ছিলেন উত্তর দিনাজপুর পিউপিল ফর অ্যানিমেলের সদস্যরাও। এদিন সংগৃহীত নমুনা প্যাথলজিক্যাল ল্যাবে পাঠানো হবে বলে দফতরের আধিকারিক জানান। তবে প্রাথমিকভাবে ভাইরাসের আক্রমণের কারনেই সারমেয়দের অসুস্থতা বা মৃত্যুর কারন বলে মনে হলেও ঠিক কি ভাইরাসের সংক্রমণ ঘটেছে বা কিভাবে তা কুকুরের শরীরে কাজ করছে তা নমুনার রিপোর্ট পেলেই স্পষ্ট হবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ বিভাগের কর্তারা। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারে রিপোর্ট