|
---|
নিজস্ব সংবাদদাতা : চলতি বছরের অর্থবর্ষে রেকর্ড রাজস্ব আদায় করল পূর্ব বর্ধমান ভূমি ও ভূমি রাজস্ব দফতর। ২০২১-২২ সালে অর্থ দফতর আদায় করার জরিমানার পরিমাণ বৃদ্ধি পেয়েছে অনেকটাই। যা গত অর্থবর্ষের তুলনায় ১৫০ শতাংশ বলে দফতর সূত্রে জানা গিয়েছে (East Bardhaman News)। জানা গিয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভূমি রাজস্ব দফতর ওভারলোডিং বালির গাড়ি ও বিনা চালানের গাড়ি থেকে যেখানে জরিমানা সংগ্রহ করেছিল এক কোটি ২৪লক্ষ ৫০হাজার টাকা, সেখানে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যেই সেই আয়ের পরিমাণ দাঁড়িয়েছে তিন কোটি ১২লক্ষ ৭৬হাজার টাকা।
এদিকে, জমি, বাড়ির খাজনা বাবদ ভূমি রাজস্ব দফতর চলতি বছরে আয় বৃদ্ধি করেছে ৪৬ শতাংশ। জানা গিয়েছে, ২০২১এর ফ্রেব্রুয়ারি পর্যন্ত জমি, বাড়ির খাজনা এই খাতে আয় ছিল এক কোটি ৬৫লক্ষ ২৯ হাজার ৮১৯টাকা। আর চলতি অর্থবর্ষ শেষ হবার দু মাস আগে পর্যন্ত জমি, বাড়ির খাজনা বাবদ দফতর এই খাতে দু কোটি ৪১লক্ষ ৩৬হাজার ৬৪৪টাকা রাজস্ব আদায় করেছে বলে দফতর সূত্রে জানা গিয়েছে(East Bardhaman News)। অন্যদিকে, জেলার বিভিন্ন নদ নদী থেকে বালি উত্তোলন এর জন্য সরকারি ভাবে যে চালান বাবদ অর্থ আদায় করা হয়, সে খাতেও চলতি অর্থবর্ষে রাজস্ব আদায়ের পরিমাণ বেড়েছে গতবারের তুলনায়। প্রায় ১০০শতাংশ বৃদ্ধি পেল চলতি বছর। এছাড়াও রয়েছে ইট ভাটা গুলিতে মাটি মজুদ করার জন্য রাজস্ব আদায়।
জেলা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক জানান, গত দুবছর কোভিড পরিস্থিতির কারণে রাজস্ব সংগ্রহের পরিমাণ লক্ষ্যমাত্রার থেকে কিছুটা কম ছিল। আপাতত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। তাই গত কয়েকমাসে জমির খাজনা ও বালি, মাটি সহ নানা খাতে রাজস্ব আদায়ে জোর দেওয়া হয়েছে। ওভারলোডিং বন্ধ করা, বিনা চালানে বালি পরিবহনের বিরূদ্ধে লাগাতার অভিযান চালানো হয় । আর তারই ফলস্বরূপ গত বছরের তুলনায় চলতি বছরে রাজস্ব ও জরিমানার আদায়ের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেল