|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : DVC র মাত্রাতিরিক্ত জল ছাড়ার কারনেই হাওড়ার বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে।প্লাবিত উদয়নারায়ণপুর সহ পার্শ্ববর্তী এলাকা।বাদ যায়নি আল-আমীন মিশনের মূল শাখা খলৎপুর ক্যাম্পাসও।এ ক্ষেত্রে মিশন ক্যাম্পাস ও শিক্ষার্থীদের বন্যার প্রভাবমুক্ত ও তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে অতি তৎপরতার সাথে গ্রহন করা হয়েছে মিশন কর্তৃপক্ষের তরফে যথাযথ ব্যবস্থাপনা।