বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের নির্বাচনী সভা

সেখ সামসুদ্দিন, ২৬ জুনঃ আসন্ন ৩০ দলীয় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের প্রকাশ্য সভা জামালপুর ব্লকের মশাগ্রামে। প্রধান বক্তা ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি অধ্যাপক সেখ মহঃ ওয়াইজুল হক, পূর্ব বর্ধমান জেলা অবজারভার দেওয়ান আনিসুর রহমান, রাজ্য সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাজ্য সভাপতি বার্তা দেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ মানুষের সাথে মানুষের পাশে থেকে কাজ করতে চাই। মানুষ যারা অবহেলিত যারা বঞ্চিত তাদেরকে পাশে থেকে সহায়তা করে কাজ করবেন। কারো যদি কোন সমস্যা থাকে স্থানীয় নেতৃত্বকে না বলতে পারলে বুদ্ধিজীবী মঞ্চের কাউকে যোগাযোগ করলে বা তার সঙ্গে যোগাযোগ করলে তিনি তার পাশে থাকবেন বলে অঙ্গীকার করেন। একই সঙ্গে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীদের ভোট দিয়ে মমতা ব্যানার্জীর হাত শক্ত করার আহ্বান জানান। এই অনুষ্ঠানে আসার পথে কাঁচা রাস্তার করুণ অবস্থা দেখে নির্বাচনের পর ঢালাই রাস্তা করে দেওয়া হবে বলে কথা দেন রাজ‍্য সভাপতি ওয়াইজুল সাহেব।