মেদিনীপুর শহর সংলগ্ন শিরোমণি গ্রাম পঞ্চায়েতে বাড়ি বাড়ি প্রচারে জোর সিপিআইএম এর

নিজস্ব সংবাদদাতা : গ্রাম পঞ্চায়েত নির্বাচন ঘিরে যুযুধান রাজনৈতিক দল গুলো যে যার নিজের মতো করে প্রচার চালাচ্ছে জোর কদমে। মেদিনীপুর শহর সংলগ্ন শিরোমণি গ্রাম পঞ্চায়েত এলাকায়তেও শুরু হয়ে গেছে প্রচার। এই এলাকার সিপিআইএম সহ বামফ্রন্টের প্রার্থীরা বাড়ি বাড়ি প্রচারের উপর বিশেষ জোর দিচ্ছেন। পাশাপাশি দেওয়াও লিখনের কাজও প্রায় শেষের পথে।

    প্রায় প্রতিদিন বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন বাম কর্মী সমর্থকেরা। সোমবার বিকেলে এই পঞ্চায়েতের খাসজঙ্গল সুকান্ত পল্লী সংসদে বামপার্থীদের সমর্থনে চলোলো প্রচার। এখানে গ্রাম পঞ্চায়েতে বামেদের পার্থী হয়েছেন রানু সাধু খাঁ, পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হয়েছেন প্রিয়া চালক,জেলা পরিষদে প্রার্থী হয়েছেন শ্রাবনী খাঁড়া মাইতি। এদিনের প্রাচারে উপস্থিত ছিলেন প্রার্থী রানু সাধু খাঁ, সিপিআইএম নেতা সোমনাথ চন্দ, শিক্ষক নেতা জগন্নাথ খান,পল্লব সরকার,সুমন সামন্ত , কর্মচারী আন্দোলনের নেতৃত্ব দিলীপ সাধু খাঁ প্রমুখ। পাশাপাশি এদিন তলকুই সংদের বামপ্রার্থী মৌলী খাঁড়া সামন্ত সহ অন্যান্য বামপ্রার্থীদের সমর্থনে প্রচার চালান বামকর্মী সমর্থকরা ্ সোমনাথ বাবু জানান, আমরা ভালো সাড়া পাচ্ছি, মানুষ সঠিক ভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।