বর্ধমান জাগরণী পত্রিকার সাহিত্য সভায় সংবর্ধিত দ্রুপদী সংগীত শিল্পী।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : বর্ধমান জাগরণী পত্রিকার সাহিত্য সভায় সংবর্ধিত দ্রুপদী সংগীত শিল্পী। বর্ধমান জাগরণী পত্রিকা ৩৮ বছরে পা দিয়েছে। এই পত্রিকার ৪৪ তম ত্রৈমাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হল বর্ধমান শহরের জাগরী সভা গৃহে। সমবেত উদ্যোগ বর্ধমান জাগরণী পত্রিকা, কবিতার কাল পত্রিকা ও বারাসাতের শ্রুতি আবৃত্তি চর্চা কেন্দ্র। এই সাহিত্য সভায় সকলকে স্বাগত জানান ও স্বাগত ভাষণ দেন জাগরণী পত্রিকার সম্পাদক বিকাশ বিশ্বাস। এই সাহিত্য সভায় সম্বর্ধিত হলেন বিষ্ণুপুর ঘরানার প্রবাদ প্রতীম বর্ষীয়ান ধ্রুপদী সংগীত শিল্পী নেপাল আঢ। প্রায় চার দশক ধরে বর্ধমান জাগরণী পত্রিকা নিরবচ্ছিন্নভাবে পত্রিকা প্রকাশনা সাহিত্য সেবার কাজে নিযুক্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত সকলে প্রশংসা করেন। বর্ধমান জাগরণী পত্রিকার হাত ধরে অনেক লেখক লেখিকা উঠে এসেছেন। এই পত্রিকায় স্বনামধন্য লেখক লেখিকাদের পাশাপাশি নবীন লেখক লেখিকারাও জায়গা পান। এদিনের অনুষ্ঠানে বর্ধমান শহর ও শহরতলীর বিশিষ্ট লেখক লেখিকা ও সংগঠকরা আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আশিস মণ্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ধমান দর্পণ পত্রিকার সম্পাদক বর্ষীয়ান সত্যনারায়ণ মজিল্যা। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট সংগঠক ও সম্পাদক ধীরেন্দ্রনাথ, প্রাক্তন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক বিশিষ্ট কবি অরবিন্দ সরকার, বেসিক ট্রেনিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট কবি নলি নিরঞ্জন সরকার, বিশিষ্ট কবি লক্ষণ দাস ঠাকুরা প্রমুখ। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন জাহির আব্বাস, সাদরে আলম, রিতা ব্যানার্জি, বিশ্ব বন্ধু রায় চৌধুরী, মিঠু মৌলিক ব্যানার্জি, কবিতা গোস্বামী, বিমান মুখার্জী, প্রিয়াঙ্কা সেন, মালবিকা সেন, পার্থসারথী মাজিল্যা, সবিতা গোস্বামী, অস্মিতা রায় বসু প্রমুখ। অনুষ্ঠানে অনুগল্প পাঠ করে সাহিত্য সভাকে এক অন্য মাত্রায় পৌঁছে দেন সোনালী জানা, বিপদতারণ মিশ্র। সংগীত পরিবেশন করে সভাকে আনন্দে আবিষ্ট করেন বিশ্বরূপ চক্রবর্তী, ঈপ্সা ঘোষাল, বিশ্বরূপ চক্রবর্তী, কাকলি মুখার্জী। এদিনের এই সাহিত্য সভাটি সুচারুভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট সঞ্চালক ও সাংবাদিক শ্যামাপ্রসাদ চৌধুরী।