|
---|
রফিকউদ্দিন মণ্ডল : পূর্ব বর্ধমান জেলার কেন্না গ্রামের একজন আদর্শ শিক্ষক ছিলেন আহমেদ হোসেন। তিনি মৃত্যু বরণ করেন ৪ঠা অক্টোবর,সোমবার২০২১। তাঁর স্মৃতির উদ্দেশ্যে শিক্ষক -বন্ধুরা মিলে স্মরণ সভা করেন ১২ডিসেম্বর, রবিবার, বিকাল তিনটের সময় তাঁর বসত বাড়ির সামনে এবং তারই সঙ্গে একটা সুন্দর স্মরণীকা পুস্তক প্রকাশ করেন ‘তুম যাও কোথা যাও’। সম্পাদনা করেন অমিত সাধুখাঁ, চন্দন সাধুখাঁ। উদ্বোধন করেন আহমেদ হোসেনের স্ত্রী জেসমিন নাহার।স্মরনীকাটি তুলেদেন শামিম রহমান, চন্দন সাদুখাঁ, সুনীল ঘোষ। এক মাত্র পুত্র সন্তান জুনায়েদ হোসেন।তাঁর অকাল মৃত্যুতে ছাত্রছাত্রীদের পড়াশোনা অনেকটাই ক্ষতি হয়। এই স্মরণ সভায় শিক্ষক বন্ধু ছাত্রছাত্রীরও গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।আমেদ হোসনের শিক্ষক বন্ধুরা সকলেই বক্তব্য রাখেন, এবং তাঁর প্রতি ভালোবাসা ও শান্তিকামনা করেন। সভায় উপস্থিত ছিলেন অমিত সাদুখাঁ, চন্দন সাদুখাঁ, শামিম রহমান, বিমান সরকার, সুনীল ঘোষ, উত্তম ঘোষ, সুচরিতা ঘোষ, নজরুল ইসলাম, আর্ঘ্য সাদুখাঁ, আসাতুন নেশা,সাজ্জাদ হোসেন,ওয়াসিম রহমান,আবুল হাসান মণ্ডল, প্রমুখরা।