ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক ভিত্তিক কর্মীসভায় মন্ত্রী শ্যামল সাতরা

নিজস্ব সংবাদদাতা, ইন্দাস : সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজ্য নেতৃত্বের মধ্যস্থতায় অবশেষে একই মঞ্চে উপস্থিত হলেন ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটে এবং ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সেখ রবিউল হোসেন। ০৭ ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার জেলা তৃণমূল কংগ্রেসে নির্দেশ অনুসারে একটি কর্মীসভার আয়োজন করা হয়। ইন্দাস সিনেমাতলায় স্বর্গীয় অজিত দাস মঞ্চে কর্মীসভার সুচনা করেন রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্যামল সাতরা । এদিনের কর্মীসভায় উপস্থিত ছিলেন ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি ফরিদা খাতুন, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বুল্টি রূইদাস । এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিমাই মহন্ত, বিশ্বনাথ ঘোষ, শিশির গায়েন ইন্দাস-১ , ইন্দাস-২,আমরুল, রোল ও করিশণ্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধানরা।
উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে থেকেই বিধায়ক ও ব্লক সভাপতির সম্পর্ক ছিল সাপে নেউলে । দীর্ঘদিন যাবত দলের মিটিং মিছিলেও দু জনকে একসাথে দেখা যেত না। এদিনের কর্মীসভায় ব্লকের এই দু নেতাকে একসাথে উপস্থিত হতে দেখে অনেকেই অবাক হয়ে যায়। রাজ্য নেতৃত্বের মধ্যস্থতায় অবশেষে ভাঙ্গা সম্পর্ক যে জুড়তে শুরু হয়েছে এতে কোন সন্দেহ নেই।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শ্যামল বাবু বলেন, কেন্দ্রের সাম্প্রদায়িক বি জে পি সরকারকে ক্ষমতা চ্যুত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। আমারা সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক। লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ শে ৪২ আসন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা যাতে জয়লাভ করেতে সেই ভাবে লড়াই করতে হবে।