|
---|
সেখ আজফার হোসেন: রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি , ইন্দপুর , মেঝিয়া ও তালডাঙ্গরা ব্লকের জন্য জল সরবরাহ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়।৭ই ফেব্রুয়ারি,বৃহস্পতিবার গঙ্গাজলঘাটি ব্লকের রাধামাধবপুর ফুটবল ময়দানে এক অনুষ্ঠানে জল সরবরাহ প্রকল্পের শিলান্যাস করেন লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্যামল সাতরা, বিধায়ক অরূপ খাঁ, শম্পা দরিপা, সমীর চক্রবর্তী, বাঁকুড়ার জেলা শাসক ড উমাশঙকর এস, এস পি কোটেশবর রাও প্রমুখ বিশিষ্ট জন।
শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আগের সরকারের আমলে সাংসদ , বিধায়ক, মন্ত্রীদের কোন দিন এই সকল শুকা এলাকার মানুষের জন্য জলের প্রয়োজনীয়তার কথা মাথায় আসেনি। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পর জন সাধারণের কথা মাথায় রেখে এই জল প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন।