|
---|
নূর আহামেদ, মেমারি : ২৯শে মার্চ, মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মেমারির গৃহবধূর। শুক্রবার দুপুরে মেমারি ইছাপুর নিবাসী সেখ গিয়াসুদ্দিন, তার স্ত্রী নঈমা বিবি ও ছোট মেয়ে মেমারি থেকে নঈমা বিবির বাপের বাড়ি যাচ্ছিলেন বাইকে করে। বড়র কালিতলার কাছে হঠাৎ একটি দ্রুতগতি সম্পন্ন ট্রাক ওভারটেক করার সময় সেখ গিয়াসুদ্দিন পরিবার সহ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। ফলে ট্রাকের চাকার তলা পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় নঈমা বিবির। স্বামী সেখ গিয়াসুদ্দিন ও ছোট মেয়ের অল্পবিস্তর আঘাত লাগে। ঘটনার পর পরই এলাকাবাসী জড়ো হয়ে সঙ্গে সঙ্গে ট্রাকটিকে আটকানের চেষ্টা করলে ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ। দেহ উদ্ধার করে স্থানীয় অ্যাম্বুলেন্স করে মেমারি হাসপাতালে নিয়ে আসে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। জানা যায় মৃত নঈমা বিবির বয়স ৩৬ ও তার একটি ছেলে ও একটি মেয়ে আছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।