পায়ুদ্বারে সোনা পাচারের ছক বানচাল করল কাস্টম বিভাগের আধিকারিকরা, বড় সাফল্য কাস্টমের

নতুন গতি নিউজ ডেস্ক: গতকাল রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে এনজেপি স্টেশন এ আসা গৌহাটি দিল্লি এক্সপ্রেস এ অভিযান চালায় কাস্টম ডিপার্টমেন্টের আধিকারিকরা । সূত্র মোতাবেক অভিযান চালিয়ে হাতেনাতে গ্রেপ্তার করে খুন্দঙবাম রণবীর মেইটেই নামক ৫৩ বছর বয়সী এক মনিপুরের বাসিন্দা কে।

    পুলিশ সূত্রের খবর অনুযায়ী ধৃত ব্যক্তি ইন্দো মায়ানমার সীমান্ত থেকে নিজের পায়ুদ্বারে দুটি সোনার বিস্কুট নিয়ে অসম গৌহাটি থেকে শিলিগুড়িকে করিডোর বানিয়ে দিল্লিতে পাচারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল । জানা গিয়েছে উদ্ধার হওয়া সোনার মোট ওজন ৮৭১.৫০০ গ্রাম । যার আনুমানিক বাজার মূল্য ৪৩ লক্ষ ৫ হাজার ২০০ টাকা । বুধবার ধৃতের বিরুদ্ধে ১০৪ সেকশনে কাস্টম আইনে মামলা দায়ের করে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়