বৈঁচিগ্ৰাম ব‌ইমেলায় ইচ্ছেপাখি পত্রিকার প্রকাশ ও কবি সন্মেলন

রোদ্দুর ইসলাম,মেমারি : ০৯ জানুয়ারি, হুগলি জেলার বৈঁচির শিশু-কিশোর সাহিত্য পত্রিকা ইচ্ছেপাখির ১৪ তম বর্ষ, ১৬ তম সংখ্যা (ব‌ইমেলা সংখ্যা) আজ ০৯ জানুয়ারি মঙ্গলবার বৈঁচিগ্ৰাম ব‌ইমেলায় প্রকাশিত হল। পত্রিকার সম্পাদক ডঃ রমলা মুখার্জী, সভাপতি মৈত্রেয়ী ব্যানার্জীর উপস্থিতিতে চিকিৎসক-সাহিত্যিক ডাঃ অভয় সামন্ত ইচ্ছেপাখির মোড়ক উন্মোচন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। কবিতা, ছড়া,শ্রুতি নাটক, সঙ্গীত পরিবেশন করেন উপরিউক্ত তিন গুণীজনের সঙ্গে ঐসিক্তা ঘোষ, তপতী মাইতি, সুফি রফিক উল ইসলাম,তৃপ্তি গোস্বামী, স্মৃতিকণা চ্যাটার্জী,অশ্রুকণা দাস, সন্ধ্যা সাহা, আশালতা মাইতি প্রমুখ পনেরো জন বৈঁচি,ব্যান্ডেল, চুঁচুড়া,বালি, কালনা এবং মেমারি থেকে এই মহতী কবি সন্মেলনে অংশগ্রহণ করেন। সুচারু এই অনুষ্ঠানটি সাবলীল সঞ্চালনা করেন সম্পাদক ডঃ রমলা মুখার্জী স্বয়ং। প্রত্যেক কবি তথা সংস্কৃতি প্রেমী ব্যক্তিকে স্মারক সন্মাননা জ্ঞাপন করা হয় চারাগাছ প্রদান করে। ১৬ তম বর্ষে পা দেওয়া বৈঁচিগ্ৰাম ব‌ইমেলা ০৫ জানুয়ারি শুরু হয়ে ১২ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানা যায় ব‌ইমেলা কমিটির সভাপতি রামচন্দ্র সিনহা এবং সম্পাদক সঞ্জিত ব্যানার্জীর নিকট হতে। আরো জানা যায় এই ব‌ইমেলার উদ্বোধন করেন কবি শৈলেন কুমার দত্ত। এছাড়া প্রতিদিন সান্ধ্যকালীন সঙ্গীতানুষ্ঠান ও নাটক পরিবেশিত হয়ে চলেছে। এছাড়া সঙ্গীত, নৃত্য,ক্যুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে।