স্বর্ণশিল্পীদের ক্রিকেট প্রতিযোগিতা মেমারিতে

নূর আহমেদ : ৯ জানুয়ারি মেমারি স্বর্ণশিল্পীদের কাছে ৯ ই জানুয়ারি কালা দিবস বা শহীদ দিবস। আর সেই কালা দিবসকে বর্তমান স্বর্ণশিল্পীদের মধ্যে স্মরণ রাখার জন্য মঙ্গলবার ৯ জানুয়ারি পূর্ব বর্ধমান জেলার মেমারিতে স্বর্ণশিল্পী সমিতি মেমারি শাখার উদ্যোগে আয়োজিত হল একদিনের ক্রিকেট প্রতিযোগিতা। মেমারির বানেশ্বরি মাঠে আয়োজিত এই ক্রিকেট প্রতিযোগিতায় সোনাপট্টি এলাকার সকল স্বর্ণশিল্পী অংশগ্রহণ করেন।

    স্বর্ণশিল্পী সমিতি মেমারি শাখার সম্পাদক রাজেন্দ্র প্রসাদ পাল জানান, এদিন ক্রিকেট প্রতিযোগিতার পূর্বে কালাকানুনের জন্য আত্মহত্যা করা স্বর্ণশিল্পী ও মেমারি এলাকায় প্রয়াত স্বর্ণশিল্পীদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। ৮ দলীয় ৫ ওভারের ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে মেমারি সোনাপট্টি একাদশকে হারিয়ে শিল্পী জুয়েলার্স একাদশ জয়ী হয়। বিজয়ীদলের হাতে ট্রফি তুলে দেন সমিতির সভাপতি বৃন্দাবন পাল ও বিজেতার হাতে ট্রফি তুলে দেন সম্পাদক রাজেন্দ্র প্রসাদ পাল। সেরা ব্যাটসম্যান সেখ বাপন ও সেরা বোলার সেখ রাকিব, দুজনেই শিল্পী জুয়েলার্স একাদশের প্লেয়ার। স্বর্ণশিল্পী সমিতি মেমারি শাখার সভাপতি বৃন্দাবন পাল বলেন, মেমারি সোনাপট্টি এলাকার সমস্ত স্বর্ণব্যবসায়ী ও স্বর্ণশিল্পীদের মধ্যে সম্প্রীতির বার্তা বহন করবে এই খেলা।