|
---|
সেখ আব্দুল আজিম : শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের চতুর্থবারের জন্য আবারো শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ রোড শো করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সৈনিকদের নিয়ে ।ভোট প্রচার শুরু হয় কুমির মোড়া থেকে ভগবতীপুর নবাবপুর হয়ে মশাট কদম তলায় সমাপ্ত হয় উক্ত রোড শো। সামিল হন ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শবনম এছাড়া এলাকার বিধায়ক স্বাতী খন্দকার জেলা পরিষদের কর্মদক্ষ সুবীর মুখার্জি এছাড়াও কুমির মোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তৃণমূল কংগ্রেসের বহু ক্ষত্রিয় কর্মীএবং নবাবপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক সদস্য আনিসুল লস্কর চন্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ সভাপতি সনৎ শানকি ও চন্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সেখ মুসরাফ আলী। চড়া রোদ্রে রোড শো চলাকালী অসংখ্য তৃণমূল কংগ্রেসের মহিলা ও পুরুষ সমর্থকগণ ফুল দিয়ে বরণ করেন অনেকে। স্লোগান ছিল কল্যাণদা, আপনি আবারো বিপুর ভোটে জয়ী হবেন আমরা আপনার পাশে আছি কল্যাণ দা জিন্দাবাদ কল্যান দা জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।