|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: নূন্যতম মজুরি প্রদান সহ চা বাগান শ্রমিকদের একাধিক দাবী নিয়ে শনিবার সকালে কালচিনি ব্লকের প্রতিটি চা বাগান ফ্যাক্টরির গেটের সামনে গেট মিটিং এ সামিল হল তৃণমূল কংগ্রেসের চা বাগান সংগঠন।
সম্প্রতি মাদারিহাটে চা-বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে বাগান শ্রমিকদের কেন্দ্রীয় নেতৃত্ব ও মালিক পক্ষের সংগঠনের নেতৃত্বদের নিয়ে বৈঠক করে গিয়েছেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না। তার পরেই তৃণমূলের চা বাগান সংগঠনের পক্ষ থেকে ন্যূনতম মজুরি প্রদান সহ বিভিন্ন দাবীতে গেট মিটিং আয়োজন করা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এদিন কালচিনি ব্লকের কালচিনি, মালঙ্গী, বীচ, ভার্ণাবাড়ি, দলসিংপাড়া, সুভাষিনি সহ বিভিন্ন চা বাগানে গেট মিটিং এর আয়োজন করা হয়।
দলসিংপাড়া চা বাগানে গেট মিটিং এ উপস্থিত ছিলেন তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক। ওপরদিকে ভার্ণাবাড়ি চা বাগানে গেট মিটিং এ উপস্থিত ছিলেন তৃণমূল যুব জেলা সভাপতি রাজকমল ভগত। এদিনের গেট মিটিং নিয়ে চা বাগান শ্রমিক নেতা ওমদাস লোহার জানান, ন্যূনতম মজুরি প্রদান সহ বিভিন্ন দাবীতে তারা এই গেট মিটিং-এর আয়োজন করেছেন।