দিনের আলোয় প্রকাশ্যেই গান্ধীজির মূর্তির চোখে লাল আলো লাগিয়ে ‘প্র্যাংক’ করার চেষ্টা করলেন এক ব্যক্তি।

নতুন গতি নিউজ ডেস্ক: বাস্তবের অভিজ্ঞতা হোক কিংবা ইন্টারনেটের দৌলতে সান ফ্র্যান্সিসকোর রাস্তায় গান্ধীজির লাঠি হাতের মূর্তি অনেকেই দেখেছেন। উপমহাদেশের গণ্ডি পেরিয়ে মার্কিন মুলুকেও ভারতের জাতির জনকের এই মূর্তি প্রতি ভারতীয়র গর্ব। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই ব্রোঞ্জের মূর্তিকে নষ্ট করার চেষ্টা করা হল।

    দিনের আলোয় প্রকাশ্যেই গান্ধীজির মূর্তির চোখে লাল আলো লাগিয়ে ‘প্র্যাংক’ করার চেষ্টা করলেন এক ব্যক্তি। লাল LED আলোয় রাতের অন্ধকারে জ্বলতে দেখা যায় গান্ধীজির দু’চোখ। LED লাইট লাগানোর ও আলো জ্বলার ছবি পোস্ট করে এক টুইটার অ্যাকাউন্টের দাবি, ‘চার্চিলের দুঃস্বপ্ন যেমন হতে পারত।’