|
---|
নিজস্ব সংবাদদাতা : প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর রেশ এখনও কাটেনি। তারই মাঝে একাধিক ছাত্র সংগঠনের বিক্ষোভে ফের উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। ঘেরাও অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। পড়ুয়াদের সঙ্গে একপ্রস্থ বচসাও হয় তাঁর। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসেন উপাচার্য।
সিসিটিভি-সহ একাধিক ইস্যুতে একাধিক ছাত্র সংগঠনের সদস্যরা উপাচার্যের সঙ্গে কথা বলতে চান। পড়ুয়াদের দাবি, সেই অনুযায়ী সোমবার সময়ও দেন উপাচার্য। তবে তারপরেও তিনি কথা বলতে রাজি হননি। এদিন তিনি বিশ্ববিদ্যালয় থেকে কথা না বলেই বেরিয়ে যাচ্ছিলেন। সেই সময় পড়ুয়ারা তাঁর গাড়ি আটকায়। ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।যদিও উপাচার্য জানান, আলোচনার জন্য কাউকে সময় দেননি তিনি। সে কারণেই বেরিয়ে যাচ্ছেন। এরপর ছাত্রছাত্রীদের সঙ্গে একপ্রস্থ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন উপাচার্য। বেশ খানিকক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ফের নিজের ঘরে ফিরে যান উপাচার্য। একাধিক ছাত্রসংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।