|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১৩ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ৩ আগস্ট পর্যন্ত ১১৩ জনের মৃত্যু হয়।
পূর্বের সব রেকর্ডকে ছাড়িয়ে এ বছর মালয়েশিয়ায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গেছে। দেটির স্বাস্থ্য মন্ত্রী লি বুন চায়ের আশঙ্কা ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে না পারলে বছর শেষে এ সংখ্যা দেড় লাখ ছাড়াতে পারে।
বিশ্বব্যাপী ডেঙ্গু রোগের প্রকোপ ২০১৭-১৮ সালে হ্রাস পেয়েছিল। তবে ২০১৯ সালে রোগটির প্রকোপ হঠাৎ বেড়ে যায়। এ বছর বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, চীন, ফিলিপাইন, ভিয়েতনাম ও সিঙ্গাপুরে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যাচ্ছে।