বিজেপি শিক্ষক সেলের বৈঠক বীরভূমের কোটাসুরে

নিশির কুমার হাজরা, নতুন গতি, বীরভূম: আজ কোটাসুর বিজেপি পার্টি অফিসে “বিজেপি শিক্ষক সেলের” এক বৈঠক ডাকা হয়েছিল। ময়ূরেশ্বর বিধান সভায় সংগঠনের সাথে মানুষের কাজে এই মহতি উদ্যোগেই বৈঠক বলে সূত্রের খবর ।

    ওই বৈঠকে মাননীয় অধ্যাপক, হাইস্কুল শিক্ষক, প্রাইমারী শিক্ষক, বিদ্যালয়ের নন টিচিং স্টাফ,প্যারা টিচার, SSK ও MSK সহ সকল সমাজ গড়ার কান্ডারীরা উপস্থিত ছিলেন। উপস্থিত বীরভূম জেলা সভাপতি মাননীয় শ্রী শ্যামাপদ মন্ডল মহাশয়,বীরভূম শিক্ষক সেল আহ্বায়ক মোহন সিনহা,প্রাক্তন জেলা সভাপতি অর্জুন সাহা,টিচার্স সেল অবজারভার সুশান্ত লাহা,আর.এস.এস-র শিক্ষক সংগঠনের সহ সম্পাদক রঞ্জিত বাগদী,ময়ূরেশ্বর বিধানসভার কোষাধ্যক্ষ সুকান্ত মন্ডল,বীরভূম বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অনুরাধা ঘোষ,উপস্থিত ছিলেন অভিজিৎ দাস,নিখিল দে,বনির্বান মন্ডল,রাজেশ কবিরাজ,আশীষ ঘোষ সহ একাধিক শিক্ষক ও সংগঠনের অন্যান্য সদস্যগন। 

    শিক্ষকদের না না আছিলায় শাসক দল রাজনীতির সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে যুক্ত করে রাজনৈতিক অনুশাসনে নানা অনৈতিক কাজ করিয়ে চলেছে! ফলে শিক্ষকরা ছাত্র দের প্রকৃত শিক্ষা দিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন এমনটাই শিক্ষক মহলের বক্তব্যে উঠে এসেছে এই প্রাসঙ্গিকতা। তাই প্রকৃত শিক্ষার কান্ডারী হিসেবে আজ শিক্ষক মহলের সকল কর্মী ওই বৈঠকে উপস্থিত থেকে তাদের অভিজ্ঞতা ও বক্তব্য তুলে ধরেছেন বলে জানা গেছে।