ভবঘুরেদের কম্বল বিতরণ একতারপুর ফুটবল অ্যাসোসিয়েশনের রাজ্য 13 January 2019 by নতুন গতি নিজস্ব প্রতিনিধি; কাঁথিঃ আজ স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানা এলাকার একতারপুর ফুটবল অ্যাসোসিয়েশন ভবঘুরে ভারসাম্যহীন মানুষদের বিনামূল্যে কম্বল বিতরণ করল। এই কম্বল বিতরণের ফলে ভবঘুরেদের মনেও আনন্দ লক্ষ্য করা গিয়েছে।