মনিপুর, আসাম নিয়ে কোলকাতায় বিক্ষোভ সংখ্যালঘু যুব ফেডারেশনের

নিজস্ব সংবাদদাতা : মনিপুর আসাম মধ্যপ্রদেশ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে দলিত আদিবাসী সংখ্যালঘু ও নিম্ন বর্ণের মানুষের উপরে জুলুম অত্যাচারের প্রতিবাদে কাল শনিবার বিকাল ৪ টায় ধর্মতলায় এক বিক্ষোভ দেখায় সংখ্যালঘু যুব ফেডারেশন। এদিন বিক্ষোভ শেষে বক্তব্য রাখতে গিয়ে সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান জানান মনিপুরে রাজ্য সরকারের মদদে কুকি গোষ্ঠীর উপরে অত্যাচার চলছে। প্রশাসনের নীরবতায় সেই অত্যাচার বেড়ে দুই মহিলাকে নগ্ন করে ঘোরানো হয়েছে যে লজ্জাজনক পরিস্থিতির নিন্দা ভাষায় করা যায় না। এদিকে আসামে বন্যা দুর্গত ভূমিহীন মুসলিমদের উপরে বনদপ্তরের কর্মীরা গুলি চালিয়ে দুজন মহিলাকে হত্যা করেছে একাধিক মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মধ্যপ্রদেশেও টার্গেট সেই সংখ্যালঘু মুসলিমরা। রাজ্যের বিজেপি সরকার বুলডোজার দিয়ে ভেঙে দেয় অসহায় মুসলিমদের বাড়ি।

    এদিন কামরুজ্জামান সহ উপস্থিত ছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের সভাপতি মাওঃ আনোয়ার হোসেন কাসেমী, সহ সভাপতি একেএম গোলাম মোর্তজা, আব্দুর রাউফ, গোলাম রহমান, ডাঃ মনিরুল ইসলাম সহ সম্পাদক শিক্ষক আলি আকবর, জসিমউদ্দিন, খলিল মল্লিক, মাওঃ এলাহি বক্স, আদিবাসী নেতা বীরেন মাহাতো, সমাজকর্মী অনন্ত আচার্য সহ বিশিষ্টজনেরা।