মেমারি ১ব্লকের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো।

নূর আহমেদ, মেমরি : ২২শে জুলাই শনিবার মেমারি ১ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ‍্যোগে মেমারি ১ব্লকের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ‍্যালয়ের মাধ‍্যমিক উচ্চ-মাধ‍্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হলো মেমারি শহরের ১০নং ওয়ার্ড তৃণমূল কার্যালয় প্রাঙ্গন থেকে। এই অনুষ্ঠান থেকে সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। গত কয়েক বছর ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বেশ ভালো ফল করে আসছে মেমারি শহরের পাশাপাশি মেমারি ১ব্লকের বিভিন্ন বিদ‍্যালয়ের ছাত্র ছাত্রীরা। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। এবছর মাধ্যমিকে এবং উচ্চমাধ্যমিকে একটা সম্মানজনক স্থান অর্জন করেছে বেশ কিছু কৃতি ছাত্র-ছাত্রী। মেমারি এক নম্বর ব্লক মাধ্যমিক তৃণমূল শিক্ষক সংগঠনের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ২০২৩ ছাত্র-ছাত্রীদের এদিনের এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেমারি এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি, পূর্ব বর্ধমান জেলা মধ্যশিক্ষা পর্ষদের কনভেনার শুভাশিস ভট্টাচার্য, মেমারি বিদ্যাসাগর ইউনিট 2 এর প্রধান শিক্ষক সুব্রত মুখার্জি, মেমারি এক নম্বর ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী গীতা দাস, মেমারি এক নম্বর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন, মেমারি পৌরসভার কাউন্সিলর চিরঞ্জিব ঘোষ, রত্না দাস সহ মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতির সদ্য নির্বাচিত জনপ্রতিনিধি, এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীসহ তাদের অভিভাবক অভিভাবিকারা। মেমারি এক নম্বর ব্লক মাধ্যমিক তৃণমূল শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক, ছাত্র-ছাত্রীরা আগামী দিনে যাতে আরো ভালো ফলাফল করতে পারে তার জন্য অভিবাবকদের যত্ন নেওয়ার আহ্বান জানান। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব‍্যাক্তিবর্গ। শুধু পুঁথিগত পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে হবেনা সামাজিক কাজেও এগিয়ে আসার আহ্বান জানানো হয় এদিনের এই মহতী অনুষ্ঠান থেকে।