রাজনগরের গৌরীবাগান গ্রামকে প্লাস্টিক মুক্ত গ্রাম গড়ে তোলার উদ্যোগ গ্রাম সহায় কেন্দ্রের: পদযাত্রা ও সভা

মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: পরিবেশকে দূষণ মুক্ত রাখতে রাজনগর ব্লকের গৌরীবাগান গ্রামকে প্লাস্টিক মুক্ত গ্রাম হিসাবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের উদ্যোগে এই উপলক্ষে রবিবার গ্রামে পদযাত্রা বের করা হয়৷ কচি কাঁচা পড়ুয়ারা, পরিবেশ প্রেমী মানুষ, কিশোরী ও যুবকরা এতে অংশ নেয়৷ গৌরীবাগান শিশু শিক্ষা কেন্দ্রে একটি সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ বিশিষ্টদের উপস্থিতি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা আনে৷

    উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের সভাপতি তথা অবসরপ্রাপ্ত শিক্ষক ও আইনজীবি সুনীল কুমার সাহা, সহ সভাপতি তথা সাংবাদিক সেখ রিয়াজ উদ্দিন, সম্পাদক প্রভাত দত্ত, সক্রিয় সদস্য ও সাংবাদিক উত্তম কুমার মন্ডল প্রমুখ৷ এই প্রতিবেদককেও বিশেষ অতিথি রুপে সভামঞ্চে বসার আমন্ত্রণ জানান উদ্যোক্তারা৷ এছাড়া কর্ণদাস, স্বপন বাগ্দী, শিক্ষক শ্যামসুন্দর রায়, রথীন সাহাদের মতো সদস্যরা ও বাবলু মাহাতো সহ স্থানীয় নাগরিকরা বিশেষ ভাবে সহযোগিতা করেন৷ বক্তারা তাঁদের মূল্যবান বক্তব্যে প্লাস্টিকের ক্ষতিকারক দিকগুলি নিয়ে আলোচনা করেন৷

    যতটা সম্ভব প্লাস্টিক ব্যবহার কম করা, বাড়ির ব্যবহৃত  প্লাস্টিক, পলিথিন জাতীয় প্যাকেট যত্রতত্র না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলার ও পরিবেশকে সুন্দর রাখার আবেদন জানান তাঁরা৷ রাজনগর বাজার বা সদর এলাকা থেকে এই গ্রামটি কিছুটা দূরে অবস্থিত৷ গ্রামের অধিকাংশ মানুষ গরিব৷ পরিবেশ তথা স্বাস্থ্য বিষয়ে তাঁরা খুব বেশি সচেতন নন৷তাঁদের মধ্যে ওই সব বিষয়ে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার জন্য এবং এই গৌরী বাগান গ্রামটিকে প্লাস্টিক মুক্ত ও দূষণ মুক্ত গ্রাম রুপে গড়ে তোলার লক্ষ্যে রাজনগর গ্রাম সহায় কেন্দ্র এই উদ্যোগ নিয়েছে৷ সহায়তার হাত বাড়িয়ে দেয় নেহেরু যুব কেন্দ্র৷ উল্লেখ্য, স্বচ্ছ ভারত মিশনের অঙ্গ হিসাবে এই রুপ আয়োজন বলে জানান আয়োজক তথা উদ্যোক্তারা৷ এই ধরণের উদ্যোগ ও আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা৷ সেই সাথে ধন্যবাদ জানান এলাকাবাসীও৷