কাটোয়ার শুরু হলো কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পে নাম নথিভুক্তকরণ

রাহুল রায়, পূর্ব বর্ধমান:

    পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লক কৃষি দপ্তরের উদ্যোগকে পশ্চিমবঙ্গ সরকারের ”কৃষক বন্ধু” (নিশ্চিত আয়) প্রকল্পের নাম নাম‌ নথিভুক্ত করন এর কাজ শুরু হলো‌ বুধবার। কৃষকের নাম নথিভুক্ত করন এর কাজ শুরু হয়েছে কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েত অন্তর্গত মূলগ্ৰামের মোরগতলায়।

    শ্রীবীটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত চাণ্ডুলীগ্ৰাম, নন্দীগ্রাম, মূলগ্ৰামের কৃষকরা হাজির হয়েছিলেন মূলগ্ৰামের মোরগতলায়। ”কৃষকবন্ধু” প্রকল্পে রবি ও খারিফ চাষে দুই দফায় একর প্রতি মোট ৫০০০ টাকা অনুদান। এক একেরের কম জমির জন্য আনুপাতিক হারে অনুদান নির্ধারিত হবে- নূন্যতম ১০০০ টাকা।

    সেই কৃষকের নামে পর্চা থাকা একান্ত বনাঞ্ছনীয়। কৃষকরা এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।